
অনলাইন ডেস্ক: | শুক্রবার, ০২ জুলাই ২০২১ | প্রিন্ট
কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকালে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ম্যাচটি হবে সকাল ৬টায়।
চিলির বিপক্ষে এই ম্যাচে ব্রাজিলের একাদশে গোলকিপারের দায়িত্বে থাকবেন ম্যানসিটি গোলকিপার এডারসন। থাকবেনা অ্যালিসন।
গ্লোবো স্পোর্টস জানিয়েছে, চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের গোলপোস্টে দেখা যাবে এডারসনকে।
লেফটব্যাক রেনান লোদির ইনজুরির সমস্যা আছে। যদি সেটা কাটিয়ে উঠতে পারে তাহলে একাদশে থাকবে সে। কিন্তু না হলে দেখা যেতে পারে সান্দ্রোকে। সেন্টারব্যাকে সিলভা এবং মার্কুইনহোস থাকবে। রাইটব্যাকে থাকবেন দানিলো।
মিডফিল্ডে ফ্রেড এবং ক্যসমিরোর সঙ্গে থাকতে পারেন পাকুয়েতা। আক্রমন ভাগে নেইমার, জেসুস এবং রিচার্লিশন থাকতে পারেন।
Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar