অনলাইন ডেস্ক | ১০ জুন ২০১৭ | ১১:৪৮ পূর্বাহ্ণ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক প্রধান জেমস কোমি মার্কিন নির্বাচনে রাশিয়ার সঙ্গে আঁতাতের যে অভিযোগ তুলেছেন তা সর্বৈব মিথ্যা।
শুক্রবার হোয়াটই হাউজের রোজ গার্ডেনে রোমানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন।
গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে কোমির অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘কোমি নিশ্চিত করেছেন যে আমি তাঁকে অনেক কিছুই বলেছি। কিন্তু আমি শপথ করে বলছি, সে যা বলেছে তার অনেক কিছুই সত্য নয়।’
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের অনুসন্ধান বন্ধে কোমির অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি এটা বলিনি।’ এরপর আবার ওই প্রতিবেদক ট্রাম্পের কাছে জানতে চান ‘তবে কী তিনি (কোমি) মিথ্যা বলছেন?’ উত্তরে ট্রাম্প বলেন, ‘ভালো, আমি ঠিক তা বলছি না। আমি আপনাকে বলছি যে, আমি এটা বলিনি।’
কোমি ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্টের প্রতি অনুগত থাকার অনুরোধ করার অভিযোগও তোলেন। কোমির ভাষ্য, যা এফবিআইয়ের স্বাধীনতার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে। এ প্রসঙ্গে সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি ভালোভাবে ওই মানুষটাকে চিনি। আমি তাঁকে কেন আমার প্রতি অনুগত থাকতে বলতে যাবো। কে এটা করতে চায়?’
এ সময় সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, বিষয়গুলো নিয়ে তিনি কোমির মুখোমখি হতে চান কি না। জবাবে ট্রাম্প বলেন- ‘১০০ ভাগ যাব।’
এর আগে কংগ্রেসে সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানির পর টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘অনেক ভুল ও মিথ্যা বিবৃতি দেওয়া সত্ত্বেও তিনি সততার নজির! ওয়াও কোমি! একজন সত্য ফাঁসকারী।’