মোহাম্মদ রেজাউল করিম | ১৬ আগস্ট ২০১৭ | ৯:৩১ অপরাহ্ণ
ফরিদপুর শহরের তিতুমীর মার্কেটের ফলপট্টি দুই নম্বর গেটের ফল দোকানে কাগজের ঠোঙ্গায় কোরআনের বিভিন্ন সূরা সরাসরি আরবীতে ছাপানো রয়েছে। ধারনা করা হচ্ছে এ কাগজ কোনো স্কুল কলেজের ইসলাম ধর্ম বই। অবলিলায় দোকানীরা সেই ঠোঙ্গায় পুরে বিক্রি করছেন ফলমুল।
সূরা তাগাবুন সুরা ক্বাফেরুন, সূরা ফিল ছাপানো তিনটি ঠোঙ্গা পুরে ফল দিতে গেলে চোখে পড়ে এ দৃশ্য।
তাৎক্ষণিক ক্রেতা সাধারণ দোকানদারকে উক্ত ঠোঙ্গা ব্যবহার না করার জন্য অনুরোধ করেন।
বিক্রেতা বলেন, ঠোঙ্গা তাদের তৈরি নয় অন্যত্র হতে কিনে আনা। বিক্রেতার এহেন জবাবে ক্রেতাসাধারণ আরও অসন্তুষ্ট হয়ে পড়েন। তোপেরমুখে পড়লে দোকানদার ঠোঙ্গা সরিয়ে ফেলেন দ্রুত।
পবিত্র কোরআনের আয়াত এভাবে ঠোঙ্গায় পরিণত করে কোরআনের অবমাননা হিসেবে দেখছেন জনসাধারণ। অতি দ্রুত দেশের যে কোনো দোকানে কোরআনের আয়াত ছাপা সম্বলীত কাগজের ঠোঙ্গা তুরে না নিলে অপ্রিতিকর কোন ঘটনা ঘটতে পারে বলে সচেতন মুসলমানেরা মনে করেন।