
ডেস্ক | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনার ভয়াবহ থাবা পড়েছে ক্রীড়াঙ্গনেও। মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে সব ধরণের ঘরোয়া লিগের খেলা বন্ধ করে দেয়া হয়েছে এরিমধ্যে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে দেশটির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর সিরি আ।
আগামী ১৮ মার্চ মাঠে নামার কথা ছিলো পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্তাসের। সে ম্যাচের জন্যই প্রস্তুতি চলছিলো। তার আগেই এক দুঃসংবাদ পেলো ক্লাবটি। দলের ইতালিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে খবরটি।
ফলে এখন থেকে জুভেন্তাসের অধীনেই ২৫ বছর বয়সী এ ডিফেন্ডারের পরবর্তী চিকিৎসা করা হবে। এছাড়া গত কয়েকদিনে রুগানির সংস্পর্শে আসা সকলকে পরীক্ষা করার কথাও জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি। এদিকে খেলা স্থগিতের ঘোষণার পর নিজ দেশ পর্তুগালে চলে গেছেন রোনালদো। কিন্তু দুঃসংবাদ পিছু ছাড়ছেন তার। সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার সঙ্গে মেলামেশা করা সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তার মধ্যে আছেন রোনালদোও।
Posted ৮:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar