
ডেস্ক | রবিবার, ২৯ মার্চ ২০২০ | প্রিন্ট
ভারতের তামিলনাড়ু রাজ্যে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে কাময়ে হত্যা করেছেন মানিকানদান নামের এক ব্যক্তি। শুক্রবার (২৮ মার্চ) এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৩৫ বছর বয়সী মানিকানদান শ্রীলঙ্কা থেকে আসার পর ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। আতঙ্কে উলঙ্গ হয়ে কোয়ারিন্টাইন থেকে পালিয়ে যান তিনি। পালানোর সময় রাস্তায় ঘুমিয়ে থাকা এক বৃদ্ধাকে কামড়ে দেন তিনি। এ সময় লোকজন ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। এ ঘটনায় ওই ব্যক্তিকে পুলিশ আটক করেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্ত মানিকানদান মানসিক অসুস্থতার জন্য ২০১০ সালে চিকিৎসা নিয়েছিলেন। তার পরিবার জানায়, শ্রীলঙ্কায় ব্যবসায় ক্ষতি হওয়ায় তার মানসিক সমস্যা আবারো দেখা দেয়। এদিকে বৃদ্ধাকে কামড়ে হত্যার অভিযোগে মামলা প্রস্তুতি চলছে।
Posted ৯:০৬ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar