
জবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ | প্রিন্ট
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজই। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ৩টায় ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা ডাকা হয়েছে সভা শেষে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে মুঠোফোনে এ তথ্যটি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ আজম। তিনি আরো জানান ফলাফল প্রস্তুত আছে মিটিং শেষ আপডেট জানানো হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান ফলাফল দ্রুত প্রকাশ করার জন্য আমরা এখন এটি নিয়ে কাজ করছি। প্রকাশ হলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। উল্লেখ্য, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় রাজধানীর ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজার ৪৫৮ জন।
Posted ২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar