অনলাইন ডেস্ক | ১৮ জুন ২০১৮ | ১১:২২ পূর্বাহ্ণ
সাইফ আল খানের দুই ছেলেই এখন সোশ্যাল মিডিয়ায় জাদু দেখাতে ব্যস্ত ৷ ছোট্ট তৈমুরকে নিয়ে তো সব সময়ই কৌতুহল রয়েছে সোশ্যাল মিডিয়া ৷ তবে এবার তৈমুর নন, বরং সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খবরের শিরোনামে উঠে এলেন সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম।
হাতে বিয়ার, উন্মুক্ত শরীরে সুইমিং পুলের জলে বসে ইব্রাহিমের ছবি নিয়ে আপাতত তোলপাড় গোটা নেট দুনিয়া ৷ বাবা সাইফের সঙ্গে নবাব প্যালেসে থাকেন না ইব্রাহিম ৷ বরং মা অমৃতা সিংয়ের কাছেই বড় হয়েছেন তিনি ৷ তবে বাবা সইফ ও সৎ মা কারিনার সঙ্গে কিন্তু বেশ ভাব ইব্রাহিমের ৷
অনেকে তো বলছেন, ইব্রাহিম অবিকল সাইফ আলি খান ৷ চোখ-মুখ-হাবভাব, সেই বলিউডে সদ্য আসা সাইফের মতোই ৷ আর এ ব্যাপারটাকে কিন্তু বেশ এনজয় করছেন সাইফ পুত্র ইব্রাহিম ৷ আর তাই হয়তো পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখলেন, ‘আমি কে? সময়ই বলবে !’