
ডেস্ক | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | প্রিন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কৃষ্ণা রুপা মজুমদারকে ছুরিকাঘাত করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) তিনজন মুখোশধারী ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে ক্ষুদেবার্তায় জানিয়েছেন কৃষ্ণা রুপা মজুমদার। তবে এই হামলাকে তিনি পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন। বর্তমানে তিনি রাজধানীর মিন্টু রোডে বাবার বাসাতেই আছেন।
বিস্তারিত জানার জন্য মুঠোফোনে কয়েকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।তবে কৃষ্ণা রুপার সহকর্মী এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জানিয়েছেন, শুক্রবার (২০ মার্চ) বিকেল তিনটার দিকে মিন্টো রেডে বাসার আশপাশেই এ ঘটনা ঘটে। এসময় তিনি রিকশায় ছিলেন। তিনজন মুখোশধারী তার রিকশা আটকে তাকে ছুরিকাঘাত করেন এবং তার মোবাইলফোনটি নিয়ে যান।
Posted ১০:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar