এম, এ, রউফ খান রিপন, খুলনা থেকে: | ১১ আগস্ট ২০১৭ | ১:১৬ পূর্বাহ্ণ
নগর গোয়েন্দা পুলিশ খালিশপুর হাউজিং এলাকা থেকে ১১০ বোতল ফেন্সিডিলসহ বেল্লাল হোসেন (৩৪) ও রেক্সানা বেগম (৩০) নামে স্বামী স্ত্রীকে আটক করেছে। গত রাত ৮টা ৩০ মিনিটে হাউজিং এন, এইচ ৪১ নং বাড়ি থেকে ফেন্সিডিলসহ ওই স্বামী স্ত্রীকে আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের এডিসি মোঃ কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাউজিং পুরাতন কলোনীর এন, এইচ-৪১ মোঃ হারুনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হারুনের বাড়ির ভাড়াটিয়া বেল্লালের রুমে আমড়ারা বস্তার ভিতরে ১১০ টি ফেন্সিডিল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশের জিজ্ঞাষাবাদে স্বামী ও স্ত্রী দুজনে ফেন্সিডিল পাইকাড়ি ও খুচরা বিক্রি এবং তারা ফেন্সিডিলের ব্যবসার সাথে জড়িত বলে জানান। এডিসি কামরুল ইসলাম বলেন, এদেও সাথে স্থানীয় একটি চক্র জড়িত থাকতে পারে। তাদের গ্রেফতারের অভিযান চলছে। অভিযান শেষ হলে সংশ্লিষ্ঠ থানায় সোর্পদ ও মামলা দায়ের করা হবে।