এম, এ, রউফ খান রিপন, খুলনা থেকে: | ০৪ আগস্ট ২০১৭ | ১১:১৮ পূর্বাহ্ণ
খুলনা মহানগরের খালিশপুরের মুজগুন্নি এলাকায় ১ম শ্রেণির এক ছাত্রীকে (৭) ধর্ষণ চেষ্টার মামলায় জাকির শেখ (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ছাত্রীর পিতা জানান, মুজগুন্নি শেখ পাড়া এলাকার মৃত এতিম শেখের পুত্র মুদি দোকানি জাকির শেখ বুধবার বিকাল সাড়ে ৫ টায় চকলেট দেয়ার লোভ দিয়ে ফুসলিয়ে দোকানের পাশে আরেকটি রুমে নিয়ে যায়। এ সময় অন্যন্য খাবারের লোভ দেখিয়ে মেয়েটির জামা কাপড় খুলে ধর্ষণ করার চেষ্টা করে। মেয়েটি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে। সন্ধ্যায় মেয়েটির পিতা খালিশপুর থানায় লিখিত অভিযোগ করেন। রাত সাড়ে ১২ টায় পুলিশ অভিযুক্ত জাকির শেখকে তার বাসা থেকে গ্রেফতার করে। এর আগেও জাকির শেখের বিরুদ্ধে মহিলা ও অল্প বয়সী মেয়েদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে ।
খালিশপুর থানার ওসি মোঃ নাসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে আসামীকে আটক করা হয়। খালিশপুর থানায় দায়ের কৃত মামলা নম্বর -৫।