
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশে ছাত্রলীগ ও পুলিশ কর্তৃক হামলার প্রতিবাদে রাজধানীর এলিফ্যান্ট রোডে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল।
আজ সকাল ৯ঃ৩০ মিনিটে মিছিলটি বাটার সিগনাল মোর থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোরে গিয়ে শেষ হয়। মিছিলে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক হাসিবুল হাসান সজীব, মশিউর রহমান শামীম, সালেহ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, হায়াত মাহমুদ জুয়েল, ইব্রাহিম কার্দি, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, মোঃ সোহানুর রহমান, রাজ্জাক খান, রবিউল ইসলাম, শামীম আকন, সহ সাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, বিপ্লব পাটোয়ারী, শোয়েবুর রহমান শোয়েব, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান আকাশ, শাহ আলম, মিলন হোসেন, হিমেল রানা, ক্রীড়া সম্পাদক কবির শিকদার, অর্থ সম্পাদক আবদুল কাইউম রুপম, সহ দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, সহ প্রচার সম্পাদক রেদোয়ান রবিন, সহ আইন সম্পাদক তানভীর আহমদ মাদবর, সহ ক্রীড়া সম্পাদক প্রিন্স খন্দকার, সহ সাংস্কৃতিক সম্পাদক এম এ হান্নান মিয়া, সহ শিক্ষা সম্পাদক এবি সিদ্দিক , সদস্য ইমাম মুসুল্লি অভি, জুবায়ের হোসেন সহ প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar