
ডেস্ক | বুধবার, ২২ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ’র ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর অবস্থায় আজ বুধবার বেলা সাড়ে ১১টায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। অভিজিৎ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. খালেদ মাহমুদ জানান, অভিজিৎ চন্দ্র হারপিক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। তার রক্তের চাপ নিম্ন পর্যায়ে নেমে গেছে।
এদিকে বিষন্নতাবোধ থেকে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। তিনি বলেন, অভিজিৎ বিবাহিত ও তার দুই সন্তান নিয়ে তারা খুশি। কিন্তু পারিপার্শ্বিক অবস্থার চাপে কিছুদিন ধরেই সে মানসিকভাবে অসুস্থ ছিল। এ কারণে তাকে চিকিৎসাও দেওয়া হয়েছে।
Posted ৭:২৬ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar