আনিস আহামেদ | ২১ মে ২০১৭ | ১০:৪৪ অপরাহ্ণ
প্রতিবার স্নান করার সময় খুলে ফেলি আমার পোশাক
লজ্জাস্থান ঢাকবার জন্য তাওয়াল ছাড়া অন্য কিছু থাকে না।
পোশাকগুলো পড়ে থাকে বাইরে অযতনে,
অন্তর্বাস, শার্ট, প্যান্ট, গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি।
আচমকা একদিন পোশাকগুলো আমাকে উপহাস করে,
আমাকে মনে করিয়ে দেয় শেষ স্নানের দৃশ্য।
এক এক খুলে নেয় আমার পৃথিবীর বসন,
মায়ার পৃথিবী আমার হতে পৃথক হয়ে যায়।
হালকা গরম জলে আমার উদোম শরীর ধুয়ে দেয়
আমি বলতে পারি না, উহ্ আমার লাগছে!
তিন টুকরা সাদা কাপড়ে পেচিয়ে যাই আমি
আতর, লোবান, কর্পুর, সুরমা, আমার অন্তিম সাজ!
প্রিয়জনদের আত্মচিৎকার, স্বজনদের গুমরো কান্না
বন্ধু-বান্ধবদের নীরব অশ্রু খুবই আমাকে ব্যথিত করে।
হঠাৎ বলে ওঠে রবীন্দ্রনাথ, ‘যেতে আমি দেবো না তোমায়
তবু চলে যেতে হয়, হায় তবু চলে যায়।’
সবার মতে একদিন বিস্মৃতির আড়ালে হারিয়ে যাই আমি
পড়ে থাকে আমার স্মৃতি পড়ে থাকে আমার কর্মফল।
কেউ বলে ভালো ছিল, কেউ বলে মন্দ, কেউ আড়ালে করে গালমন্দ!
পরিশেষে সবাইকে বলতে চাই, দোষেগুণে আমি নিছক মানুষ ছিলাম!
আমলিগোলা, ১১ মে ২০১৭
ভাবনা : ২১ মার্চ ২০১৭