অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর ২০১৭ | ৭:১২ অপরাহ্ণ
নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে হাত মিলিয়েছেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
২৮ নভেম্বর মঙ্গলবার সকালে মেয়র সাঈদ খোকনের বাবা অভিবক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের কবরে শ্রদ্ধা জানান তারা। পরে নগর ভবনে সাইদ খোকেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন শাহে আলম মুরাদ। সভামঞ্চে সাঈদ খোকন ও শাহে আলম মুরাদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে হাত মিলিয়ে দেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেসময় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে মুরাদ বলেন, আজিমপুর কবরস্থানে আমরা প্রয়াত নেতা হানিফকে স্মরণ করেছি। বিগত নির্বাচনে যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আগামী নির্বাচনেও একই কাজ করব।
সেসময় সাঈদ খোকনের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনার পাশে ছিলাম, থাকব। আপনাকে সহযোগিতা করব, এটাই আজকের শপথ।
স্মরণসভায় কাউন্সিলর আবু আহমেদ মান্নাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে মেয়র সাঈদ খোকন ও শাহে আলম মুরাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলেছে। গত ১৬ নভেম্বর আজিমপুরের পার্ল হারবার কমিউনিটি সেন্টারে শাহে আলম মুরাদের নেতৃত্বে একটি সভা ডাকা হয়। সভার আগে মেয়রের পক্ষের নেতারা কমিউনিটি সেন্টারের সামনে ময়লা ফেলে রাখে বলে অভিযোগ ওঠে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২৬ নভেম্বর রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাদের নিয়ে বৈঠক করে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে দ্বন্দ্ব ভুলে হাতে হাত রেখে এক মঞ্চে দাঁড়ান তারা।