নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর ২০১৯ | ৬:৫৯ অপরাহ্ণ
সোমবার বিকেলে জাতীয় মুক্তিমঞ্চের ব্যানারে এলডিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এলডিপি, গণতান্ত্রিক যুবদল এবং গণতান্ত্রিক ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।
মিছিল প্রেসক্লাব থেকেশেুরু মৎস ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে “গণতন্ত্র উদ্ধার আন্দোলনের “সমাবেশে এলডিপিসহ জাতীয় মুক্তিমঞ্চের নেতাকর্মীরা যোগদেন।
সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা আজ সভা শেষ করছি কিন্ত রাজপথ ছেড়ে যাচ্ছি না। আমি বলেছি সমাবেশ করবো, করেছি। ঘরে বসে থেকে বিবৃতিতে কাজ হবে না। অনুমতির প্রয়োজন নেই, রাজপথে নামতে হবে। আন্দোলনের মাধ্যমেই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, ড. আসিফ নজরুল, মেজর জেনারেল ইব্রাহিম, নূর হোসেন কাশেমি, শহিদুল আলম প্রমূখ।