সাতক্ষীরা প্রতিনিধি | ২৯ ডিসেম্বর ২০১৯ | ৫:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় শীতার্ত মানুষের শীত নিবারণে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন।
রবিবার দিবাগত রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের তুলনামূলকভাবে পিছিয়ে পড়া এলাকা কাজিপাড়া, বড়বাজার, ইটাগাছা হাটের মোড়সহ উন্মুক্ত জায়গায় অবস্থানরত ছিন্নমূল মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন। এ সময় তার সথে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরি ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক জানান, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট ৪৩ হাজার কম্বল বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত সমুদয় কম্বল জেলার ৭টি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২টি পৌরসভার মেয়রদের মধ্যে স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভার শীতার্ত মানষের জন্য বিতরণ করা হয়েছে। আগামীতে এ শীতবস্ত্র দেওয়া অব্যহত থাকবে বলে তিনি
জানান।