অগ্রবাণী ডেস্ক: | ০৫ এপ্রিল ২০১৭ | ১১:২৭ অপরাহ্ণ
বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় আটকে পড়া জাহাজে থাকা অনাহারী ১৯ বাংলাদেশী শ্রমিককে উদ্ধার করেছে নৌবাহিনী। বুধবার সকালে বানৌজা করোতোয়া জাহাজটি ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
এরপর বিকাল ৪টায় উদ্ধার হওয়া শ্রমিকদের হিরন পয়েন্ট এলাকায় মংলা বন্দর কর্তৃপক্ষের ট্যাগ বোটে তুলে দেয় নৌবাহিনী।
মোবাইল ফোনে এ খবর নিশ্চিত করেছেন উদ্ধার হওয়া ক্রেন ডাইভার মো. মাসুদ। তিনি জানান, তার সঙ্গে থাকা শ্রমিকদের সবাই এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। নৌবাহিনীর সদস্যরা সব শ্রমিককে খাবার সরবরাহ করে।
এদিকে শিপিং এজেন্ট সূত্র জানায়, পানামার পতাকাবাহী এমভি স্টার অথয়া জাহাজে থাকা বিদেশী নাবিকদের জন্য প্রয়োজনীয় বিশুদ্ধ পানি, খাদ্য ও রসদসহ চট্টগ্রাম বন্দর থেকে দুটি বড় লাইটার জাহাজ রওনা হয়েছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া থেকে বিদেশী ওই জাহাজটি সাড়ে ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ১০ মার্চ মংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থান করে।
এরপর ২৬ মার্চ লাইটার যোগে জাহাজের কয়লা খালাস কাজে অংশ নেয় শ্রমিকরা। একদিন পর সমুদ্র উত্তাল থাকায় আর কোনো নৌযান জাহাজের কাছে ভিড়তে না পেরে ফেরত যায়।
ফলে দীর্ঘ সময় সমুদ্রে অবস্থায় করায় জাহাজে থাকা ২৩ বিদেশী নাবিক ও বাংলাদেশী ওই শ্রমিকরা চরম খাদ্য সংকটে পড়েন।
শেষ পর্যন্ত মংলা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে নৌবাহিনীর সদস্যরা দেশীয় ১৯ জন শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসে।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |