
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকায় অটোরিকশা থেকে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভাওয়াল মির্জাপুর- রাজেন্দ্রপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রায়হান লক্ষ্মীপুর রামগতি থানার চর জিয়াউদ্দিন এলাকার রাসেল মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই বশির উদ্দিন জানান, কয়েকদিন আগে গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকায় ফুফুর বাসায় দাদির সঙ্গে বেড়াতে আসে রায়হান। বুধবার সকালে সে তার দাদি-ফুফুর সঙ্গে অটোতে রাজেন্দ্রপুরের দিকে যাচ্ছিলো।
এসময় হঠাৎ করে অটোটি ব্রেক করলে রায়হান ছিটকে সড়কে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Posted ২:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar