অনলাইন ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ৯:৪৬ অপরাহ্ণ
গাজীপুরে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম মো. জুবায়ের হোসেন (৩০)। তিনি গাজীপুরের টান কালিয়াকৈর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ শনিবার বিকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর হাইস্কুল রোডের সিরু মার্কেটের সামনে একটি মোটরসাইকেল আটক করে।
এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে একজন দৌড়ে পালিয়ে গেলেও পুলিশ অপর যুবক জুবায়েরকে আটক করতে সক্ষম হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।