আজকের অগ্রবাণী ডেস্ক | ১৮ জুলাই ২০১৮ | ৯:৪৭ অপরাহ্ণ
বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি পূর্বক নিয়োগ করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে এ বদলি করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং পুলিশ সদর দফতরের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।