অনলাইন ডেস্ক | ২৩ জুলাই ২০১৭ | ১২:২০ পূর্বাহ্ণ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সভাপতি ও মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে গাজীপুর জেলা আওয়ামী লীগের ৭২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদিত কপি দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধানমণ্ডির কার্যালয়ে নবগঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের হাতে তুলে দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, ডা. আব্দুল কাদের, অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ, শফিউদ্দিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়, আশরাফি মেহেদী, মোশারফ হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক মো.আনিছুর রহমান, রেজাউল করিম লস্কর ও আকবর আলী।
প্রধান খবর | আরো খবর