মশিউর রহমান মোমিন, নিজস্ব প্রতিবেদকঃ | ২৮ ডিসেম্বর ২০১৯ | ১:৫৯ অপরাহ্ণ
বগুড়ার গাবতলিতে ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিশেয়নের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে
চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার গাবতলি উপজেলা অডিটোরিয়ামে অত্র উপজেলা হতে বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র উপজেলার কৃতি সন্তান বগুড়া জেলা বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু বলেন, উচ্চ শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে আমরা যা করতে পারিনি তোমরা
ইউনিভার্সিটি এন্ড মেডিকাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে তা করছো। তিনি তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, গাবতলি উপজেলা বগুড়ার নিকটে হলেও এখানকার মানুষ অন্যান্য জেলা উপজেলা থেকে ১০-১৫ বছর পিছিয়ে রয়েছে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে উচ্চ শিক্ষার কোন বিকল্প নাই বলে তিনি মনে করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান বলেন, সরকারের ভিশন ২০৪১ সফল করতে সচেতন নাগরিকের ভূমিকা অপরিসীম। কেবল সচেতন নাগরিকই পারে উচ্চ শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নিতে। এসময় তিনি গাবতলি উপজেলা ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সফলতা এবং সার্বিক সহযোগীর আশ্বাস দেন।
উল্লেখ্য সংগঠনের সভাপতি ডাঃ মোঃ মামুন সরকারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা জালাল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, অধ্যাপক ফজলে বারী রতন সহ অনেকে।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলা হতে বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনি বক্তব্যে ডাঃ মোঃ মামুন সরকার বলেন, আমাদের উপজেলা হতে এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ৩২ জন শিক্ষার্থী চান্স পেয়েছে। যা খুবই গর্বের বিষয়। সকলের সহযোগীতা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে
গাবতলী উপজেলাকে উচ্চশিক্ষায় একধাপ এগিয়ে নিতে এই সংগঠনের পদযাত্রা। উচ্চশিক্ষা সম্পর্কে গ্রামের শিক্ষার্থীদের সচেতন করা। উচ্চশিক্ষা ও অন্যান্য উন্নয়নমূলক কাজের মাধমে নিজ উপজেলায় উন্নতি সাধন করাই আমাদের প্রধান লক্ষ।