মাকসুদা আক্তার প্রিয়তি | ২৮ জুলাই ২০১৭ | ১০:৫৯ অপরাহ্ণ
গতকাল একাত্তর টিভিতে লাইভ সাক্ষাৎ কার এর মাধ্যমে জানতে পারলাম, মিস ওয়ার্ল্ড এ বাংলাদেশ প্রতিনিধিত্ব করার জন্য মিস বাংলাদেশ প্রতিযোগিতা হবে অনেক বছর পর। শুনে চমৎকার লাগলো। যারা আয়োজক তাদেরকে সাদুবাধ জানাই। আমাদের দেশের সুন্দরী যাবে আন্তর্জাতিক অঙ্গনে তা দারুন একটি বিষয়।
আমি কিছু সাদা – সাপটা অভিমত জানাতে চাই, দয়া করে প্রতিযোগীদের সেই পরিবেশ দিবেন যেখানে সে সাচ্ছন্দে তাকে মেলে ধরতে পারে, যেকোনো পোশাকে, এমন কোন ইম্প্রেশন/ ভাইব/ সিগন্যাল যেন একজন প্রতিযোগী না পায় তার শরীরের আগা- গোঁড়া- পিছন চোখ দিয়ে খাওয়া হচ্ছে (দেশে নিজের চোখে দেখা অভিজ্ঞতা থেকে বলা)।
প্রয়োজনে নিজের চোখ কে কন্ট্রোল করার প্রশিক্ষণ করে নিবেন কিছু টা। কোন রকম স্বজনপ্রীতি না করে দেশকে প্রতিনিধিত্ব করতে পারে তার বুদ্ধিমত্তায়, পড়াশুনায় ও বিভিন্ন কার্যক্রমে এমন কাউকে সিলেক্ট করা, Not বিশেষ কাউকে বিশেষ ভাবে খুশী করবে এমন কাউকে। গায়ের রঙ মুখ্য ব্যাপার নয় বাইরের পৃথিবীর জন্য , তাহলে মিস নাইজেরিয়া মিস ওয়ার্ল্ড হতেন না । ট্রেইনার থেকে শুরু করে বিচারক পর্যন্ত সবার প্রতিযোগীদের সাথে freindly, compossionate, calm, respect, humble ব্যবহার থাকতে হবে, তখনই প্রতিযোগীরা শিখবেন আপনাদের কাছ থেকে, যা অবচেতন মন থেকে প্রয়োগ ও করবেন মূল প্রতিযোগিতায় (মিস ওয়ার্ল্ড)। প্রতিযোগীদের প্রতি Moody or Misbehave আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এবং প্রতিযোগীদের ও নিজেদের মধ্যে একে অপরের প্রতি appreciation থাকতে হবে, হিংসা নয়।
** দয়া করে আমার পোস্ট টি কেও ব্যক্তিগত ভাবে নিবেন না। অনেক ছোট খাটো বিষয় থাকে যা রুট লেভেল থেকে অভ্যাস বানাতে হয়। দুঃখিত আমার blunt কথা গুলোর জন্য ।