ডেস্ক | ২৮ জুন ২০১৮ | ৯:৪৭ পূর্বাহ্ণ
কথিত প্রেমিক নিক জোনাসকে নিয়ে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মা আর বোন পরিণীতি চোপড়াসহ এখন আছেন গোয়ায়।
নিয়মিত ছবি দিচ্ছেন সামাজিক মাধ্যমে। মনে হচ্ছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে মার্কিন গায়কের সঙ্গে সম্পর্কের ঘোষণা দেবেন প্রিয়াঙ্কা। এর মধ্যে নতুন গুজব, দু-এক দিনের মধ্যে তাঁদের বাগ্দানও হবে। একটি ভারতীয় গণমাধ্যম তো প্রিয়াঙ্কার আংটির ছবি দিয়ে খবর করেছে, এর মধ্যেই বাগ্দান হয়ে গেছে। নিক জোনাস প্রসঙ্গে প্রিয়াঙ্কা বা পরিণীতি কোনো কথা বলেননি। তবে মা মধু চোপড়া বলেছেন, ‘তাকে [নিক] এখনো ভালো করে দেখার সুযোগই পাইনি। বড় একটা দল নিয়ে ঘুরছি, সারাক্ষণই মানুষ গিজগিজ করছে। তার সঙ্গে সেভাবে কথা হয়নি। ’ কেউ বাগ্দানের কথা স্বীকার না করলেও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দ্রুতই বাগ্দান হবে তাঁদের।
আরেক কথিত প্রেমিক জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এ বছরের শেষে বিয়ের পিঁড়িতে বসবেন বলে গুজব। সেই গুজব সত্য করতেই কিনা দুজন ইনস্টাগ্রামে একে অন্যের সম্পর্কে বেশ খোলামেলা মন্তব্য করছেন। কিছুদিন আগেই রণবীরের একটি ছবির নিচে দীপিকা কমেন্ট করেন, ‘আমার’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। এবার দীপিকার পোস্ট করা একটি ছবির নিচে রণবীর লিখেছেন, ‘হ্যালো সূর্যালোক’। অনেকে বলছেন, রণবীর-দীপিকাও দ্রুত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলবেন। এগুলো সেটারই প্রস্তুতি!