| ২৭ জানুয়ারি ২০২১ | ১০:৩৯ অপরাহ্ণ
গুলিসহ ম্যাগজিন হারিয়ে ফেলায় লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার(২৭ জানুয়ারী) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।
এর আগে সোমবার (২৫ জানুয়ারি) লালমনিরহাট সদর উপজেলার কলেজ বাজার এলাকায় আসামি গ্রেফতার করতে গিয়ে গুলিসহ ম্যাগজিন হারিয়ে ফেলেন এসআই খালেকুল বাদশা।
পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, সদর উপজেলার কলেজ বাজার এলাকায় এক আসামিকে গ্রেফতার করতে সোমবার অভিযান চালান সদর থানার এসআই বাদশা। এসময় তিনি তার ব্যবহৃত পিস্তলের গুলিভর্তি ম্যাগজিন হারিয়ে ফেলেন। এরপর বিষয়টি থানায় না জানিয়ে গোপন রাখেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে তাকে ওই দিনই প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে এসআই খালেকুল বাদশা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় পরদিন মঙ্গলবার (২৬ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে হারানো ম্যাগাজিনটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।