অনলাইন ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | ৯:০৭ অপরাহ্ণ
রাজধানীর হাতিরঝিলে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার হয়েছেন, যিনি বাড্ডায় এক যুবককে গুলি করে পালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার দুপুরে মেরুল বাড্ডা মাছ বাজার এলাকায় গুলিবিদ্ধ হন বাদশা, সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
ধাওয়া দিয়ে ধরার পর তাকে পিটিয়ে আহত করেছে জনতা। বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, বেলা ১টার দিকে কয়েকজন সন্ত্রাসী বাদশাকে খুব কাছ থেকে গুলি করে।
“তারপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ধাওয়া করে হাতিরঝিলে নুরুল ইসলাম নামে একজনকে রিভলবারসহ ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।”
পিটুনিতে আহত নুরুলকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
নিহত বাদশার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
তবে নুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, “নুরুল ও বাদশা একই গ্রুপের বলে জানা গেছে।”