
| সোমবার, ৩০ মার্চ ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আগুনে দুইটি বসতঘরসহ ছয়টি ঘর পুড়ে গেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার সাজাইল ইউনিয়নের বাইরপাড়ায় এ ঘটনা ঘটে। এতে আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্তরা হলেন—ওই এলাকার মিন্টু সরদার, লিটু সরদার, বেলায়েত শেখ ও লিয়াকত শেখ।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ সিকদার জানিয়েছেন, সোমবার দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুইটি বসতঘর, দুইটি রান্নাঘর ও দুইটি গোয়ালঘর পুড়ে যায়।
তিনি আরও জানান, বাড়ির উঠানে রাখা কলাইয়ের গাদার মধ্যে কেউ বিড়ি বা সিগারেট খেয়ে ফেলায় এ আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar