শাবান মাহমুদ | ০৭ জুলাই ২০১৭ | ১১:৫৪ পূর্বাহ্ণ
শাকিব খান ও শাবান মাহমুদ
শাকিব খান। বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক ধ্রুবতারা। বাংলাদেশ – ভারত যেৌথ প্রযোজনায় নির্মিত নবাব ছবিটি দেখে সেন্সর বোর্ডে সদস্যরা রীতিমতো মুগ্ধ, অভিভূত। সারাদেশে দর্শকদের কাছে ছবিটি প্রশংসিত হয়েছে।
নবাব ছবির প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী থেকে সচিব, সরকারের উর্ধতন কর্মকতা থেকে সাংবাদিক , সাহিত্যিক এমনকি সাধারণ দর্শকও। চলচ্চিত্রে যখন তীব্র সংকট, একর পর এক যখন দর্শকবিমুখতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে হল বন্ধ হয়ে যাচ্ছে তখন শাকিব খান একমাত্র আশার আলো। বাংলাদেশের চলচ্চিত্র বাচিয়ে রাখতে শাকিব খানের সামনের যাত্রা হোক অপ্রতিরোধ্য। গোপালগঞ্জের পবিত্র মাটির এই সন্তানের জন্য নিরন্তর শুভ কামনা।
লেখক : বিশেষ প্রতিনিধি বাংলাদেশ প্রতিদিন।
(শাবান মাহমুদের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)