
ডেস্ক | শনিবার, ১৩ জুন ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে। শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন শনাক্তরা সকলেই মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া তাদের পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত শনাক্ত করোনা রোগীদের মধ্যে কাশিয়ানী উপজেলার ১০৪ জন, মুকসুদপুরের ৮৩ জন, কোটালীপাড়ার ৫৫ জন, গোপালগঞ্জ সদর উপজেলার ৫১ জন ও টুঙ্গিপাড়ার ৪৯ জন রয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার দুইজন ও মুকসুদপুরের একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৫৪ জন।
Posted ৮:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |