
কোটালীপাড়া প্রতিনিধি : | মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৭২পিচ ইয়াবাসহ এরশাদ আলী (৪২)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মাঝবাড়ি গ্রামের দেলোয়ার হোসেন দাড়িয়ার মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এরশাদ আলী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জয়রামপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, মঙ্গলবার সকালে ৭২পিচ ইয়াবাসহ এরশাদ আলীকে উপজেলার মাঝবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছে। তার সাথে কোটালীপাড়ার একটি একটি মাদক বিক্রির চক্র জড়িত। আমরা সেই চক্রটিকে ধরার চেষ্টা করছি। এরশাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।
Posted ৩:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |