
তারিকুল ইসলাম | রবিবার, ১৪ জুন ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেন বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার (৭২)। মুকসুদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রিজভী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা সেকেন্দার জ্বর, ঠান্ডা কাশি, শ্বাসকষ্ট নিয়ে শনিবার সকালে হাসপাতালে আসেন ও চিকিৎসা গ্রহন করেন। পরে কর্তব্যরত ডাক্তার নমুনা সংগ্রহ করে রাখেন। আজ (শনিবার) রাত অনুমান ১০ টায় তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মুক্তিযোদ্ধা সেকেন্দারের বাড়ি উপজেলার উজানী ইউনিয়নের ডিগ্রীকান্দি গ্রামে। বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার বাড়ি উজানী ইউনিয়নের ডিগ্রিকান্দি হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনসহ মহারাজপুর ইউনিয়নের বনগ্রামে বসবাস করে আসছিলেন।
এব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান বলেন, মুক্তিযোদ্ধা সেকেন্দার একজন গ্রেজেট প্রাপ্ত মুক্তিযোদ্ধা। তার মৃত্যুর সংবাদে তিনি শোকাহত।
এ পর্যন্ত মুকসুদপুর উপজেলায় মোট সনাক্ত ৮৫ জন, সুস্থ্য ৪১ জন, মৃত্যু ১ জন।
Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar