গোপালগঞ্জ প্রতিনিধি: | ৩১ আগস্ট ২০১৭ | ৬:১৪ অপরাহ্ণ
পবিত্র ঈদউল আযাহা উপলক্ষে এ্যাপেক্স ক্লাব গোপালগঞ্জের পক্ষ থেকে গরীব-অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রেসক্লাব চত্তরে শতাধিক দরিদ্রের মধ্যে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাপেক্স ক্লাব গোপালগঞ্জের সভাপতি এপে. কবি কোহিনুর ইসলাম, সহ সভাপতি এপে. এসএম মুনির হিটলার, সাধারণ সম্পাদক এপে. সৈয়দ মুরাদুল ইসলাম, সার্ভিস ডিরেক্টর এপে. খন্দকার মুরাদ আহম্মদ, কোষাধ্যক্ষ এপে. বুলবুল আলম বুলু, সার্জেন্ট অব এটার্মাস এপে. হুসাইন ইমাম সবুজ, এপে. শরিফ ফরিদ, এপে, ডা: আনিসুজ্জামান, এপে, সাহিদা আকতার লিপি, এপে. মোঃ সেলিম রেজা, এপে. জয়ন্ত শিরালী জয়, এপে, এস এম সাব্বির, এপে, রাকিবসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।