নিজস্ব প্রতিনিধি | ১৭ জুলাই ২০১৮ | ৬:৫৫ অপরাহ্ণ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইহাটি গ্রাম থেকে সোমবার গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুলতা বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী মোঃ টুটুল শেখের সাথে ঝগড়া করে স্ত্রী সুলতা বেগম (১৯) সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
এব্যপারে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, ময়না তদন্ত রিপোর্ট হতে পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।