
তারিকুল ইসলাম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তার নিজ বাস ভবনে আইসোলেশনে আছেন। গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসূত্রে এ তথ্য পাওয়া গেছে। গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল তার সুস্থতার জন্য মুকসুদপুর উপজেলা বাসীর কাছে দোয়া চেয়েছেন।
জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে তিনি গোহালা ইউনিয়নের নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ে। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ ইকবাল কর্মহীন হয়ে পড়া এসব মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্থানে জীবণুনাশক স্প্রে করা, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ নানা ধরনের সচেতনতামূলক কাজ করেন।
গোপালগঞ্জ ১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খানের দেওয়া খাদ্যসামগ্রী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে বিতরণ করেন।
গত কয়েকদিন ধরে শেখ ইকবাল জ্বর অনুভাব করলে গত সোমবার তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদুর রহমান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল করোনা রিপোর্ট পজিটিভের কথা নিশ্চিত করে বলেন, বর্তমানে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। এছাড়াও তিনি শারীরিকভাবে সুস্থ আসেন।
Posted ১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar