| ১৮ জানুয়ারি ২০২১ | ৭:৪৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে চাঁদাবাজির অপরাধে দুই যুবককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা শহরের বেদগ্রাম মো্ড় থেকে তাদের আটক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দিপু।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, বেদগ্রাম এলাকার জুলহাস শেখের ছেলে জনি শেখ (৩২) ও গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের হারুন খানের ছেলে সাগর খান (২১)।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দিপু জানান, ওই দুই যুবক ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম মোড় এলাকায় বাস, ট্রাক ও নসিমণ থেকে চাঁদা আদায় করতেন। চাঁদা তোলার সময় ছদ্মবেশে জনি শেখ ও সাগর খান আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।