গোপালগঞ্জ প্রতিনিধিঃ | ০৬ আগস্ট ২০১৭ | ৭:০৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন হয়েছে। রবিবার সকালে বঙ্গবন্ধু সড়কে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ উপজেলা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল হামিদ, সহ সভাপতি মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন তাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার, সাধারন সম্পাদক রনি হোসেন কালু, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি দ্বীন ইসলাস, সাধারন সম্পাদক মোল্লা মোঃ নিউটনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় জন খুনি দেশের বাইরে পলাতক রয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের ব্যবস্থা নিতে হবে। খুনিদের দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে ছাত্রলীগ।