
ডেস্ক | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেক্স ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, শনিবার সকালে পুমদিয়া এলাকায় রেল লাইল পাড় হচ্ছিলেন ওই নারী। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেক্স’ ট্রেনে কাটা পড়ে ওই নারী নিহত হন।
পরে দুপুরে রেল লাইনের ওপর ওই নারীর মরদেহ পড়ে খাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। রেল পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হলেও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
Posted ৬:১৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar