গোপালগঞ্জ প্রতিনিধি | ২৮ জুন ২০১৮ | ৮:২৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে জাতীয় স্যানিটেশন প্রকল্প(৩য় পর্যায়)এর আওতায় বিদ্যালয় ও কমিউিনিটি পর্যায়ে উন্নত ও টেকসই স্যানিটেশন ব্যাবস্থাপনা,উন্নত স্বাস্থ্যোভ্যাস চর্চার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক সমন্বিত ওয়াশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকোশলী দিপক চন্দ্র তালুকদার।
অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু,পৌর-মেয়র কাজী লিয়াকত আলী, সাংবাদিক শেখ মোস্তফাজামান,মাহামুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।