
| রবিবার, ০৮ মার্চ ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মুকসুদপুর উপজেলার উত্তর জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উত্তর জলিরপাড় গ্রামের খোকন মণ্ডলের মেয়ে শশি মণ্ডল (৩) ও তার চাচা বিপুল মণ্ডলের মেয়ে শ্রীজা মণ্ডল (৩)।
একই সঙ্গে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুকসুদপুরের সিন্ধিয়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল বাসার জানান, দুপুরে চাচাতো দুই বোন বাড়ির উঠানে খেলা করছিল। বিকেল ৩টার দিকে পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের স্বপন মণ্ডলের পরিত্যাক্ত পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
Posted ৬:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar