গোপালগঞ্জ প্রতিনিধিঃ | ০৬ আগস্ট ২০১৭ | ৭:০৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে হেয়প্রতিপন্ন করতে তার ছবির সাথে অজ্ঞাত ব্যক্তির ছবি দিয়ে এলাকায় পোস্টারিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ওই গৃহবধূ।
রোববার বেলা ১১ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ রোমানা ইসলাম রিয়া বলেন, ৩ বছর আগে আমার ঢাকায় বিয়ে হয়। বিয়ের পর থেকে আমি সুখে সংশার করছিলাম। হঠৎ করে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে আমার বাবার বাড়ী এলাকার রশো সরদারের ছেলে কায়ুম সরদার, হান্নান সরদারের ছেলে ঝন্টু সরদার পার্শ্ববর্তী গ্রামের কিছু লোক নিয়ে আমার বিরুদ্ধে পোস্টারিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করে। যাতে উল্লেখ করা হয় এর আগে আমার একাধিক বিয়ে হয়েছে। এদের সাথে আমার বাবার বাড়ির লোকদের গ্রাম্য দলাদলী ও বিরোধ রয়েছে। আমার স্বচ্ছল পরিবারে বিয়ে হয়েছে তাই আমার স্বামী আমার বাবার বাড়ির লোকদেরকে সহযোগীতা করে এমন ধারনা থেকে তারা এ অপপ্রচার চালাচ্ছে। যাতে করে আমার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়।
তিনি আরো বলেন, তারা যে অপপ্রচার চালাচ্ছে তাতে আমার শশুর বাড়িতে এবং বাবার বাড়ি এলাকায় মুখ দেখাতে পারছি না। আমি এই অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।