
গোপালগঞ্জ প্রতিনিধি | রবিবার, ০১ মার্চ ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর উপজেলার দিগনগরে এ দুর্ঘটনাটি ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছে। পুলিশ নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ওসি মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে ঘটনাস্থলে তিন যাত্রী মারা যান। দগ্ধ প্রাইভেটকারের দুই যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar