
ডেস্ক | বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জে জেলার শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহিদা সুলতানা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর শহরের বিণাপাণী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এদিন, জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় ১২শ’ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়। নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
Posted ৫:১৯ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar