নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : | ১১ জুলাই ২০১৮ | ৩:৫৭ অপরাহ্ণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।
প্রস্তুতিসভায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন, শোভাবর্ধন, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।