
| রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর এলাকায় বাসচাপায় আল্লাদী সাহা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত আল্লাদী একই উপজেলার চরকলিগ্রাম এলাকার মৃত প্রীতিরাজ সাহার স্ত্রী।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম জানান, বিকেলে উপজেলার বানিয়ারচর এলাকায় ওই সড়ক পার হচ্ছিলেন বৃদ্ধা আল্লাদী। এ সময় টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি লোকাল বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar