নিজস্ব প্রতিবেদক: | ০৫ জুলাই ২০১৭ | ১:৪৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিরণ সিকদার (৩২) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। আজ বুধবার (৫ জুলাই) সকালে গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক খুলনা জেলার তেরখাদা উপজেলার রজো সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোহাম্মদপাড়ার মোয়াজ্জেম হোসেনের বাড়ি নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন কিরণ। এ সময় পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পানির মধ্যে পড়ে যান তিনি। সেখান থেকে অন্য শ্রমিকরা কিরণকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।