
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৭ মার্চ ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সিরাজ হাজরা (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার মদনপাড়া গ্রামের এক পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ হাজরা উপজেলার ছোট দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাজরার ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, সিরাজ মদনপাড়া গ্রামের হানিফ হাজরার পোল্ট্রি ফার্মে কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
Posted ৮:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar