গোপালগঞ্জ প্রতিনিধি | ১৩ জানুয়ারি ২০২১ | ৬:২৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা।
আজ বুধবার বেলা ১১টায় স্থানীয় পৌরপার্কে বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, মতিয়ার রহমান খান, মোশারফ হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় মুক্তিযোদ্ধাদের নতুন করে যাচাই-বাছাই বন্ধসহ ৭ দফা দাবী বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তারা বলেন, যাচাই বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের হয়রানী করা হচ্ছে। দ্রুত এ যাচাই বাছাই বন্ধের দাবী জানান তারা। পরে পৌরপার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এসব কর্মসূচীতে গোপালগঞ্জের পাঁচ উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা এসে অংশ নেন।