
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে চালক সুমন দে (২০) নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার সময় বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সকালে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত সুমন উজানী বাজারের অনিল কুন্ডুর মুদির দোকানের কর্মচারী ছিল। সে সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সুধির দের ছেলে।
অনিল কুন্ডু জানায়, আমার দোকানের অন্য কর্মচারীর বিয়ে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিলো। সুমন মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার পরে তার ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজাখুজি করা হয়। পরে আজ সকালে স্থানীয়রা পানিতে মোটরসাইকেল ভাসতে দেখে আমাদের খবর দেয়।
মুকসুদপুর থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস জানান, সে মোবাইলে কথা বলছিল এবং দ্রুত বেগে মোটরসাইকেল চালাচ্ছিল। পরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছি।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar