
ডেস্ক | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়েছে। এতে দুই নারী যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৫ জন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের টেকেরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার পথে বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস এ দুর্ঘটনা ঘটায়।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামের নুরু মোল্লার স্ত্রী রোমিচা বেগম (৫০) ও মুকসুদপুরের ননীক্ষির ইউনিয়নের মহিষতলীর সুবল বালার স্ত্রীর শেফালি বালা (৪০)।
গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৩:১৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar