
| শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য হামিদুল শরীফ (৪০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে হামিদুল গোপীনাথপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি যাওয়ার পথে গোপীনাথপুর স্কুলের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে চারটি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে গিয়ে নিহতের স্বজনদের সাথে কথা বলেছেন পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।
নিহত হামিদুল শেখ গোপীনাথপুর শরীফপাড়া এলাকার মৃত কালা শরীফের ছেলে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
Posted ১০:০০ অপরাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar